kalerkantho

শনিবার । ৫ আষাঢ় ১৪২৮। ১৯ জুন ২০২১। ৭ জিলকদ ১৪৪২

রাতে প্রস্রাব হয়? রক্তচাপ পরীক্ষা করুন

কালের কণ্ঠ অনলাইন   

১ এপ্রিল, ২০১৯ ১২:৪৫ | পড়া যাবে ২ মিনিটেরাতে প্রস্রাব হয়? রক্তচাপ পরীক্ষা করুন

যদি রাতে ঘুম থেকে আপনাকে প্রস্রাবের জন্য উঠতে হয় তবে উচিত হবে রক্তচাপ পরীক্ষা করা। গবেষকরা মনে করছেন এটি হাইপারটেনশনের লক্ষণ।

জাপানের তহোকু রোসাই হসপিটাল-এর সংশ্লিষ্ট গবেষক সাতোশি কনো বলেন, 'আমাদের গবেষণায় দেখা যাচ্ছে, যদি আপনার রাতে প্রস্রাব হয় তবে একে বলা হয় 'নকচারিয়া'- অর্থাৎ আপনার উচ্চ রক্তচাপকে ইঙ্গিত করা হচ্ছে। যদি আপনার নিয়মিত 'নকচারিয়া' থাকে তবে আপনার উচিত রক্তচাপ ও শরীরে লবণের মাত্রা পরীক্ষা করা এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া।

গবেষণায় জাপানের সাধারণ মানুষের 'নকচারিয়া এবং হাইপারটেনশনের মধ্যে সম্পর্ক পরীক্ষা করা হয়।

গবেষকরা তিন হাজার ৭৪৯ জনকে নথিভুক্ত করেন গবেষণায়, যারা ২০১৭ সালে বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা করেন। দেখা যায় তাদের রক্তচাপ এবং নকচারিয়ার মধ্যে সম্পর্ক ছিল।

৮৩তম অ্যানুয়াল সায়েন্টিফিক মিটিং অব দ্য জাপানিজ সারকুলেশন সোসাইটি (জেসিএস ২০১৯)-তে উপস্থাপিত প্রতিবেদনে বলা হয়, হাইপারটেনশনের সঙ্গে নকচারিয়া গভীরভাবে সম্পর্কিত।

কনো বলেন, 'আমরা দেখেছি, যারা রাতে (এক বা একাধিক বার) প্রস্রাবের জন্য ওঠেন তাদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা ৪০ শতাংশ বেশি। এ ছাড়া বার বার টয়লেটে যাওয়ার প্রবণতাও উচ্চ রক্তচাপের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত।' 

সূত্র : এনডিটিভি সাতদিনের সেরা