kalerkantho

শনিবার  । ১৯ অক্টোবর ২০১৯। ৩ কাতির্ক ১৪২৬। ১৯ সফর ১৪৪১                     

কোমল ঠোঁট পেতে হলে...

কালের কণ্ঠ অনলাইন   

১০ মার্চ, ২০১৯ ১৬:৫৭ | পড়া যাবে ২ মিনিটেকোমল ঠোঁট পেতে হলে...

হাত, পা, মুখ এবং চুলের যত্নের ব্যাপারে আমরা যতটা আন্তরিক, ঠোঁটের যত্নের বেলায় ততটা নই। কিন্তু ত্বক এবং অন্যান্য অঙ্গের মতো ঠোঁটের যত্ন নেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিপুষ্ট ঠোঁটের সঙ্গে এটি নরম, সুস্থ ও কোমল থাকার বিষয়টি যুক্ত।

আমরা জানি, ত্বকের অন্য অংশের মতো ঠোঁটে কোনো রোমকূপ থাকে না। ফলে এর আর্দ্রতা ও পুষ্টি সরবরাহ প্রয়োজন। এ জন্য আপনাকে প্রাকৃতিক উপাদানগুলো প্রয়োগ করতে হবে।

যদি আপনার ঠোঁট কালো, শুষ্ক বা ফাটা থাকে তবে নিচে এ বিষয়ে কিছু করণীয় তুলে ধরা হলো:

আমন্ড অয়েল ঠোঁটের যত্নে চমৎকার কাজ করে। দিনে ২-৩ বার এই তেল ঠোঁটে লাগিয়ে ম্যাসাজ করলে এটি কালো দাগ, শুষ্কতা এবং ফাটাভাব দূর করতে সাহায্য করবে।

একটি বায়ুরোধী পাত্রে নিচের উপাদানগুলো রাখুন।
৫০ গ্রাম মধু
২০ গ্রাম বা চার চামচ চিনি
৫ মিলিগ্রাম গোলাপ জল
৫ মিলিগ্রাম ভ্যানিলা নির্যাস

পদ্ধতি:
উপাদানগুলো একসঙ্গে ভালো করে মিশান। আধা চা চামচ মিশ্রণ ঠোঁটের স্ক্রাব হিসেবে ব্যবহার করুন।
মধু একটি শক্তিশালী প্রাকৃতিক ময়শ্চারাইজার। চিনি চামড়ার আঁইশ (ত্বকের ওপরের আবরণ) ওঠা সমস্যা দূর করতে এবং ঠোঁট বা চামড়াকে নরম করতে সাহায্য করে। গোলাপ জল ঠোঁটকে কোমল করে এর স্বাস্থ্যকর চেহারা ফিরিয়ে আনে। একইসঙ্গে পদ্ধতিটি আপনার ঠোঁটকে নরম, কোমল ও পরিষ্কার করবে। 

সূত্র : এনডিটিভি 

মন্তব্যসাতদিনের সেরা