kalerkantho

বুধবার । ১৬ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৬ সফর ১৪৪১       

নিতম্ব প্রতিস্থাপনে ক্যান্সারের বিরল ঘটনা

কালের কণ্ঠ অনলাইন   

৭ মার্চ, ২০১৯ ১২:৩৫ | পড়া যাবে ১ মিনিটেনিতম্ব প্রতিস্থাপনে ক্যান্সারের বিরল ঘটনা

বাটক ইমপ্লান্টের (নিতম্বে অতিরিক্ত চর্বি ও ত্বক প্রতিস্থাপন) কারণে ক্যান্সারে আক্রান্ত হওয়ার মতো বিরল ঘটনার শিকার হয়েছেন এক নারী। এর আগে এ ধরনের ঘটনার দৃষ্টান্ত রয়েছে নারীর ব্রেস্ট ইমপ্লান্টের ক্ষেত্রে।

এ নিয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে, বাটক ইমপ্লান্টের কারণে ক্যান্সারে আক্রান্ত হওয়ার মতো ঘটনা এই প্রথম। বলা হয়েছে, অ্যানাপ্লাস্টিক লার্জ সেল লিম্ফোমা (এএলসিএল) নামের উপাদান বাটক ইমপ্লান্টের সঙ্গে একটি বেষ্টনী তৈরি করেছে।

এএলসিএল এমন এক ধরনের লিম্ফোমা যা ইমিউন-সিস্টেম কোষের ক্যান্সার নামে পরিচিত। গত আট বছরে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এই ধরনের ক্যান্সারের ৪৫০টিরও বেশি ক্ষেত্র শনাক্ত করেছে যা ব্রেস্ট ইমপ্লান্টের সঙ্গে যুক্ত বলে এফডিএ-এর এক রিপোর্টে বলা হয়েছে।

বাটক ইমপ্লান্টে ক্যান্সারের শিকার ওই নারীর ফুসফুসসহ তার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে ক্যান্সার। এর কয়েক মাস পরই তিনি মারা যান। যদিও তিনি কঠিন কেমোথেরাপি নিয়েছিলেন তবে তা বাঁচাতে পারেনি তাকে। 

সূত্র : ফক্স নিউজ 

মন্তব্যসাতদিনের সেরা