kalerkantho

সোমবার। ১৭ জুন ২০১৯। ৩ আষাঢ় ১৪২৬। ১৩ শাওয়াল ১৪৪০

ফেসবুক থেকে পাওয়া

কালো যদি মন্দ তবে

১৮ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে‘কালো আর ধলো বাহিরে কেবল

ভিতরে সবারই সমান রাঙ্গা।’

কবি সত্যেন্দ্রনাথ দত্তের দুটি লাইন প্রায়ই মনে পড়ে।

আমাদের সমাজে কালো আর সাদা নিয়ে মার্কিন মুল্লুকের মতো অতটা বিদ্বেষ নেই। কিন্তু বিয়ে করতে গেলে এখনো বউয়ের গায়ের রংটা একটু সাদা হওয়া চাই-ই। ছেলেটা কালো কি ফরসা তা নিয়ে কারো মাথাব্যথা নেই। কিন্তু সুন্দরী বউ না হলে যেন চলেই না! ধনী-গরিব, শিক্ষিত কি অশিক্ষিত—বেশির ভাগ মানুষের মনেই এই ধারণা রয়ে গেছে। এমন অবস্থা জানার পর কালো মেয়েটার মনে পুরুষের প্রতি এক ধরনের অবজ্ঞা কাজ করাটাই স্বাভাবিক। মেয়েদের শুধু আমরা গায়ের রং দিয়ে মূল্যায়ন করি আর গুণগুলো আড়াল করতে চাই—এমন পুরুষত্বই কি আমি লালন করছি না নিজের ভেতরে? আমি জানি, ঘরে আমার যে বোনটা আছে সে-ও কালো। সে-ও তো কারো ঘরে যাবে। তবে কেন এমন মানসিকতা আমাদের? সংসার গুণ দিয়েই চলে, রূপে নয়। তাহলে কবে পরিবর্তন হবে আমাদের এ মানসিকতার? তাই আমার বোনটিকে বলি, তোর রূপ নেই কিন্তু গুণ আছে। সাহস হারাস না। দেখবি ঠিকই ভালো ঘরে তোকে বিয়ে দিব। যেখানে সবাই তোর গুণ নিয়েই গুণগান করবে। দেখবি তোর বর হয়তো বদলে দেবে সমাজের এই ভ্রান্ত ধারণাকে।

ফরহাদ হোসেন

ময়মনসিংহ।

মন্তব্যসাতদিনের সেরা