kalerkantho

বৃহস্পতিবার । ২০ জুন ২০১৯। ৬ আষাঢ় ১৪২৬। ১৬ শাওয়াল ১৪৪০

ভুল সবই ভুল

সিন্ডারেলা গ্রিম ভাইরাই প্রথম লিখেছিলেন

সবাই সত্যি জানে—এমন অনেক কথা পরে যাচাই করে দেখা গেছে সেগুলো মিথ্যা। লিখেছেন আসমা নুসরাত

১৮ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসিন্ডারেলা গ্রিম ভাইরাই প্রথম লিখেছিলেন

অনেকজনের নয়, বেশির ভাগেরই ধারণা—গ্রিম ভাইরাই ইউরোপের জনপ্রিয় রূপকথাগুলো প্রথম লিখেছিলেন। সিন্ডারেলা ছাড়াও এই তালিকায় আছে স্নো হোয়াইট অ্যান্ড সেভেন ডোয়ার্ফস, রাপুনজেল, ব্লুবিয়ার্ড, হানসেল অ্যান্ড গ্রেটেল বা হ্যামিলনের বাঁশিওয়ালা। গ্রিম ভাইরা কিন্তু আসলে সংগ্রাহক, সংকলক ও গবেষক। গবেষকরা খুঁজে পেয়েছেন, এগারো বা বারো শতকের ইউরোপে রূপকথাগুলো চালু ছিল। রাপুনজেল আবার খ্রিস্টীয় তৃতীয় শতকের গল্প। তারপর হ্যামিলনের বাঁশিওয়ালার ঘটনাটিকে পরিষ্কার করে ১২৬৪ সালের বলেই উল্লেখ করছেন গবেষকরা। হ্যামিলন শহরের কর্তৃপক্ষ সেইবার এক বাঁশিওয়ালাকে ইঁদুর তাড়াতে সত্যি সত্যি নিয়োগ দিয়েছিল এবং নির্দিষ্ট পরিমাণ মজুরি দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিল; কিন্তু পরে তারা প্রতিশ্রুতি ভঙ্গ করলে ক্ষুব্ধ বাঁশিওয়ালা শহরের শিশুদের ভুলিয়ে-ভালিয়ে পাহাড়ে নিয়ে যায়, যারা আর ফিরে আসেনি। গবেষকরা বলছেন, শিশুদের পবিত্র ভূমি উদ্ধারকারীদের (ক্রুসেডার) সঙ্গে ভিড়িয়ে দিয়েছিল বাঁশিওয়ালা। এবার সিন্ডারেলার সংকলকদের নাম বলা যেতে পারে। ১৮৫৭ সালে গ্রিম ভাইদের আগে ১৬৯৭ সালে এটি সংকলন করেছিলেন শার্ল প্যারো আর তারও আগে গিয়ামবাতিস্তা বাসিল ১৬৩৪ সালে। বাতিস্তা স্লিপিং বিউটি, স্নো হোয়াইট, বিউটি অ্যান্ড দ্য বিস্টও সংকলন করেছিলেন। গ্রিম ভাইরা তাঁদের সময়ের নামকরা পণ্ডিত ছিলেন। তাঁরা লোকসংগীত ও সাহিত্য নিয়ে বিস্তর গবেষণা করেছেন। সেগুলো নিয়মমাফিক সংকলিত করেছেন। আর এখানেই তাঁরা অন্যদের চেয়ে এগিয়ে গেছেন।

মন্তব্য