kalerkantho

মঙ্গলবার । ২৫ জুন ২০১৯। ১১ আষাঢ় ১৪২৬। ২২ শাওয়াল ১৪৪০

ভুল সবই ভুল

প্রকাশের সঙ্গে সঙ্গেই সমাদৃত হয়েছিল

সবাই সত্যি জানে—এমন অনেক কথা পরে যাচাই করে দেখা গেছে সেগুলো মিথ্যা। লিখেছেন আসমা নুসরাত

২৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রকাশের সঙ্গে সঙ্গেই সমাদৃত হয়েছিল

আমেরিকান লেখক জন স্টেইনবেক ১৯৬২ সালে নোবেল পুরস্কার পান। তাঁর উপন্যাস গ্রেপস অব র‌্যাথ বিশ্বসাহিত্যে দারুণ সমাদৃত। এই বইয়ের জন্য তিনি ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড ও পুলিৎজার পুরস্কার পেয়েছেন। নোবেল কমিটিও এই বইটির কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছে। এটি প্রকাশিত হয়েছে ১৯৩৯ সালে। উনিশ শ বিশের দশক ছিল মহামন্দার কাল। মানুষ কাজের খোঁজে ঘরবাড়ি ফেলে ছুটছিল। ভেঙে যাচ্ছিল সংসার। অবিশ্বাস, সন্দেহ, শঠতা গ্রাস করছিল মানুষকে। সে প্রেক্ষাপটেই এই উপন্যাস। টাইম সাময়িকী বইটিকে বিশ শতকের ১০০ সেরা বইয়ের তালিকায় ৭ নম্বরে রেখেছে। ১৯৪০ সালে এ বই থেকে একই নামে একটি চলচ্চিত্রও হয়েছে। সেটি অস্কারও জিতেছে। অথচ প্রকাশকালে বইটিকে সারা যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হয়েছিল। স্টেইনবেকের নিজের শহর ক্যালিফোর্নিয়ায় বইটি পোড়ানো হয়েছিল। জনকে গালিও দেওয়া হচ্ছিল কমিউনিস্ট বলে। তাই বোঝাই যাচ্ছে, প্রকাশের সঙ্গে সঙ্গে বইটি হৈচৈ ফেলে দিয়েছিল ঠিকই, কিন্তু সমাদর পায়নি।

মন্তব্যসাতদিনের সেরা