kalerkantho

বৃহস্পতিবার । ২৭ জুন ২০১৯। ১৩ আষাঢ় ১৪২৬। ২৩ শাওয়াল ১৪৪০

ভুল সবই ভুল

সাপে কামড়ালে চুষে বিষ ফেলতে হয়

সবাই সত্যি জানে—এমন অনেক কথা পরে যাচাই করে দেখা গেছে সেগুলো মিথ্যা। লিখেছেন আসমা নুসরাত

২০ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসাপে কামড়ালে চুষে বিষ ফেলতে হয়

ভুল ধারণাটি তৈরির পেছনে হলিউড, বলিউড, ঢালিউড সবারই কমবেশি ভূমিকা আছে। ইংরেজি, হিন্দি বা বাংলা—সব ছবিতেই সাপে কামড়ানো ক্ষত থেকে বিষ চুষে ফেলতে দেখা যায়। অথচ সত্য এই, যত তাড়াতাড়ি আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া যায়, ততই মঙ্গল। আক্রান্ত স্থানে মুখ লাগালে উভয় পক্ষেরই ক্ষতি হতে পারে। যিনি মুখ লাগাচ্ছেন তাঁর মুখে ঘা থাকলে তার মাধ্যমে বিষ সোজা রক্তে ঢুকে গিয়ে বিরাট বিপদ তৈরি করতে পারে। অন্যদিকে অনেক জীবাণু আক্রান্ত ব্যক্তির ক্ষতে প্রবেশের সুযোগ পেয়ে যেতে পারে। বিজ্ঞানীরা বলেন, সাপে কামড়ালে যত তাড়াতাড়ি সম্ভব বিষনাশক ওষুধ দিতে হবে। সে জন্য যেতে হবে হাসপাতালে বা ডাক্তারের কাছে। তবে আপাত যা করা যেতে পারে, তা হলো আক্রান্ত ব্যক্তির ঘড়ি, আংটিসহ সব গয়না খুলে রাখুন। ক্ষতস্থান পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখুন। ভয় পাওয়া চলবে না। আক্রান্ত ব্যক্তির হৃৎকম্পন বেড়ে গেলে ক্ষতির পরিমাণ বাড়তে পারে।

মন্তব্যসাতদিনের সেরা