kalerkantho

সোমবার। ১৭ জুন ২০১৯। ৩ আষাঢ় ১৪২৬। ১৩ শাওয়াল ১৪৪০

ফেসবুক থেকে পাওয়া

ভুলে যাওয়া মানুষ

১০ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি প্রগ্রাম শেষ করতে করতে রাত প্রায় ৯টা বেজে গেল। বাসায় ফিরতে হবে। নীলক্ষেত হয়ে ফার্মগেট আসব। তারপর বাসায়। নীলক্ষেতে ফুটপাতের একটা বইয়ের দিকে হঠাৎ নজর গেল—জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’। নিজের বইটা খুঁজে পাচ্ছিলাম না। তাই কিনে নিলাম। গাড়িতে বসে বইটা একটু খুলতেই প্রথম পৃষ্ঠায় কালো কালিতে বেশ মোটা করে লেখা ‘মনে রেখো আমায়’।

হঠাৎ মনে পড়ে গেল ছয় বছর আগের কথা। সে সময় একটা মেয়ে রুমালে সুন্দর করে লিখে দিয়েছিল ‘ভুলে যাস না আমায়।’

তার কথাটা ভুলেই গিয়েছিলাম। কয়েক বছর পর মনে পড়ল। একটু আবেগপ্রবণ হয়ে গেলাম। নম্বরটা বের করে একটা কল দিলাম। ওপাশ থেকে জানতে চাইল—কে?

—সানি।

—কোন সানি?

বুঝলাম, যে মনে রাখতে বলেছিল, সে-ই ভুলে গেছে! কল কেটে দিলাম। বইটা হাতে নিয়ে আবার দেখতে লাগলাম। ওপাশ থেকে বারবার কল আসতে লাগল; কিন্তু সেই কল রিসিভ করার সাহস আর হলো না। জীবনে যারা অন্যের মনে বেশি করে থাকতে চায়, তারাই ভুলে যায় সবার আগে।

আল সানি

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ

সাউথ ইস্ট ইউনিভার্সিটি

মন্তব্যসাতদিনের সেরা