kalerkantho

মঙ্গলবার। ১৮ জুন ২০১৯। ৪ আষাঢ় ১৪২৬। ১৪ শাওয়াল ১৪৪০

ভুল সবই ভুল

ভাইকিংরা এক জাতি

সবাই সত্যি জানে—এমন অনেক কথা পরে যাচাই করে দেখা গেছে সেগুলো মিথ্যা। লিখেছেন আসমা নুসরাত

১০ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভাইকিংরা এক জাতি

ভাইকিংরা পৌত্তলিক ছিল। খ্রিস্টধর্মে বিশ্বাসীরা তাদের ভালো চোখে দেখত না। তাদের কাছে ভাইকিংরা ছিল বুনো, মদ্যপ, বিশৃঙ্খল, চুক্তিভঙ্গকারী, দাঙ্গাবাজ ও অবাধ্য। আসলে কিন্তু তারা নেতার প্রতি অনুগত থাকত, দলের নিয়ম-কানুনও মেনে চলত। আরেকটি কথা লোকেরা বলত, ‘ওরা (ভাইকিংরা) সব এক রকম, মানে এক জাত।’ আসলে কিন্তু ভাইকিং একটি জীবনধারা (লাইফস্টাইল)। ভাইকিং শব্দটি খোলাসা করলেই তা বুঝতে কষ্ট হয় না। শব্দটির অর্থ অতর্কিতে হামলাকারী (রেইডার্স)। স্ক্যান্ডিনেভিয়ার (সুইডেন, নরওয়ে বা ডেনমার্ক) অষ্টম থেকে এগারো শতকের রেইডারদের ভাইকিং নামে ডাকা হয়। অঞ্চলভেদে তাদের আলাদা রেওয়াজ-রীতি ছিল। আবার কাছাকাছি জায়গার রেইডাররাও বিভিন্ন দল-উপদলে বিভক্ত ছিল। যাহোক এক জায়গায় ভাইকিংদের মিল ছিল, সেটি হলো ভাষা। তারা প্রায় সবাই নর্থ জার্মানিক ভাষায় কথা বলত।

মন্তব্যসাতদিনের সেরা