kalerkantho

মঙ্গলবার । ২৯ নভেম্বর ২০২২ । ১৪ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

রাষ্ট্রদূতের সঙ্গে সুইডেনে বাংলাদেশ কমিউনিটির মতবিনিময়

সাব্বির খান, স্ক্যান্ডিনেভিয়া প্রতিনিধি   

২১ নভেম্বর, ২০২২ ২১:৫৪ | পড়া যাবে ১ মিনিটেরাষ্ট্রদূতের সঙ্গে সুইডেনে বাংলাদেশ কমিউনিটির মতবিনিময়

সুইডেনস্থ বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ কমিউনিটি। দূতাবাসের সকল কর্মকর্তা এবং সুইডেনে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ এই সভায় অংশ নেন। গত শুক্রবার  (১৮ নভেম্বর) এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কমিউনিটির সদস্যদের স্বাগত জানিয়ে রাষ্ট্রদূত মেহ্দী হাসান সুইডেনে বাংলাদেশ দূতাবাসের সার্বিক কার্যক্রম এবং বাংলাদেশের অর্জন ও সাম্প্রতিক আর্থ-সামাজিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা করেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের রিজার্ভ, ব্যাংকিং খাত সংক্রান্ত বিভিন্ন অপপ্রচারের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

কমিউনিটি সদস্যবৃন্দ তাঁদের বক্তব্যে সুইডেনে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে বিভিন্ন মতামত দেন। কমিউনিটি সদস্যরা শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্যিক ছাড়াও অন্যান্য ক্ষেত্রেও সুইডেনের সঙ্গে বাংলাদেশের কর্মপরিধি বৃদ্ধিতে দূতাবাসের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।  সাতদিনের সেরা