kalerkantho

রবিবার । ২ অক্টোবর ২০২২ । ১৭ আশ্বিন ১৪২৯ ।  ৫ রবিউল আউয়াল ১৪৪৪

ভেনিস-বাংলাদেশ প্রেসক্লাব ইতালির আহ্বায়ক কমিটি গঠন

জাকির হোসেন সুমন   

১৪ আগস্ট, ২০২২ ০৯:১১ | পড়া যাবে ১ মিনিটেভেনিস-বাংলাদেশ প্রেসক্লাব ইতালির আহ্বায়ক কমিটি গঠন

ইতালিতে সাংবাদিকদের সংগঠন ভেনিস-বাংলাদেশ প্রেসক্লাব গঠনের জন্য এক সভায় সকলের সম্মতিতে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার মেস্রেতে ঢাকা বিরিয়ানি হাউজ রেস্টুরেন্টে সভাটি হয়েছে।   

লেখক, কলামিস্ট ও সাংবাদিক পলাশ রহমানকে আহ্বায়ক, বাংলা টিভির ভেনিস প্রতিনিধি সোহানুর রহমান উজ্জ্বলকে যুগ্ম আহ্বায়ক ও এটিএন বাংলা ইউকে'র  ভেনিস প্রতিনিধি নাজমুল হোসাইনকে সদস্য সচিব করে ৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।  

ইতালি প্রবাসী‌দের কার্যক্রম বাংলাদেশসহ সারাবি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দিতে ঐক্যবদ্ধ হ‌য়ে কাজ ক‌রার আশা প্রকাশ করেছে সাংবাদিক সংগঠনটি।

বিজ্ঞাপন

এই সংগঠনটি মূলত ইতালিতে  সুস্থ ধারার সাংবাদিকতা ফিরিয়ে আনা এবং দেশে ও প্রবাসে বাংলাদেশিদের সার্বিক সহযোগিতায় কাজ করবে ব‌লে সভায় সিদ্ধান্ত হয়েছে।  

এক মাসের মধ্যে এই আহ্বায়ক কমিটি সাংগঠনিক নিয়ম অনুযায়ী নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনে সহায়তা করবে।সাতদিনের সেরা