kalerkantho

মঙ্গলবার । ১৬ আগস্ট ২০২২ । ১ ভাদ্র ১৪২৯ । ১৭ মহররম ১৪৪৪

ইতালিতে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে সমাবেশ

জাকির হোসেন সুমন    

৩১ মে, ২০২২ ০০:১০ | পড়া যাবে ১ মিনিটেইতালিতে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে সমাবেশ

ইতালির ভেনিসে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও বাসায় চুরি বন্ধের দাবিতে সমাবেশ হয়েছে।

স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টির সমাধান ও ন্যায় বিচারের দাবিতে রবিবার সকালে ভেনিসের মেসত্রে সেন্টার ট্রেন স্টেশনের বাইরে সমাবেশ করেন প্রবাসী বাংলাদেশিরা।

ইতালিতে বেড়ে উঠা দ্বিতীয় প্রজন্মকে নিয়ে গড়ে ওঠা সংগঠন জওভান্নি পের ওমেনিতার আয়োজনে সমাবেশে বিপুলসংখ্যক বাংলাদেশি ব্যবসায়ী এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। অনেক ইতালীয়ও সংহতি জানিয়ে উপস্থিত হন।

বিজ্ঞাপন

জমায়েত বাংলাদেশিরা এক পর্যায়ে মিছিল নিয়ে শহরের ভিয়া পিয়াভে সড়ক হয়ে মেসত্রে সেন্টারের কয়েন মার্কেট চত্বরে গিয়ে সমাবেশ করেন।

বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ছাড়াও কয়েজন ইতালীয় এতে বক্তব্য দেন। বক্তারা বাংলাদেশিদের ওপর ও তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং বাসায় চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, এ বিষয়ে অভিযোগ করেও বিচার পাওয়া যায়নি।সাতদিনের সেরা