অমর একুশের গানের রচিয়তা, ভাষাসৈনিক প্রয়াত আবদুল গাফ্ফার চৌধুরী স্মরণে আজ সোমবার পূর্ব লন্ডনের ইমপ্রেশন হলে শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। লন্ডনে বাংলাদেশ হাইকমিশন এই কর্মসূচির আয়োজন করেছে।
এর আগে গতকাল রবিবার পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে গাফ্ফার চৌধুরীর পরিবারের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এদিকে গাফ্ফার চৌধুরীর মরদেহ বাংলাদেশে পাঠাতে আজ সোমবার লন্ডনে সরকারি আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রক্রিয়া চলছে।
বিজ্ঞাপন
যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ মুজাম্মিল আলী বলেছেন, প্রয়াত গাফ্ফার চৌধুরীর তিন মেয়ে তনিমা চৌধুরী, চিন্ময়ী চৌধুরী ও ইন্দ্রানী চৌধুরী মরদেহ নিয়ে দেশে ফিরবেন। গাফ্ফার চৌধুরীর একমাত্র ছেলে অনুপম রেজা চৌধুরী শারীরিক অসুস্থতার কারণে বাংলাদেশে আসছেন না।
আবদুল গাফ্ফার চৌধুরী লন্ডন সময় গত বৃহস্পতিবার সেখানে এক হাসপাতালে মারা যান।