kalerkantho

বৃহস্পতিবার । ২২ শ্রাবণ ১৪২৭। ৬ আগস্ট  ২০২০। ১৫ জিলহজ ১৪৪১

আমিরাতে এবারো অন্যরকম ঈদ

আমিরাত প্রতিনিধি   

১ আগস্ট, ২০২০ ১২:৩৭ | পড়া যাবে ১ মিনিটেআমিরাতে এবারো অন্যরকম ঈদ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে গতকাল শুক্রবার (৩১ জুলাই) ঈদুল আজহা উদ্‌যাপিত হয়েছে। করোনাভাইরাস প্রাদুর্ভাব বিস্তার প্রতিরোধে পবিত্র ঈদুল আজহার নামাজ ঈদুল ফিতরের ন্যায় এবারো মসজিদে বা ঈদগাহে অনুষ্ঠিত হয়নি। ঈদুল আজহার নামাজও ঘরোয়া জমায়েত বা পারিবারিক জামাতের মাধ্যমে হয়েছে। আমিরাতের বিভিন্ন অঞ্চলে ঈদুল আজহার নামাজ সকাল ৫টা ৫৮ হতে ৬টা ০৭ হয়েছে।

করোনার জন্য নানা সীমাবদ্ধতায় প্রতিবারের মতো জাঁকজমকপূর্ণ পরিবেশে দেশটিতে এবার পশু কোরবানি তেমন হয়নি।  তবে সীমিত পরিসরে কোরবানি করেছেন দেশীয় প্রবাসীরা। তবে কোনো ধরনের জমায়েত ছিল না দেশজুড়ে।

উল্লেখ্য, করোনার জন্য আমিরাতে গণজমায়েত নিষিদ্ধ। কেউ যদি গণজমায়েত করে তবে তাকে ১০ হাজার দিরহাম জরিমানা দিতে হবে। এবং উক্ত গণজমায়েতে যে বা যারা অংশ নেবে তাদের প্রত্যেককে ৫ হাজার দিরহাম করে জরিমানার বিধান রাখা আছে। তাই প্রবাসী ও আমিরাতের নাগরিকরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেছেন। 

মন্তব্যসাতদিনের সেরা