kalerkantho

সোমবার  । ১৯ শ্রাবণ ১৪২৭। ৩ আগস্ট  ২০২০। ১২ জিলহজ ১৪৪১

'খেয়া নৌকা' থেকে পড়ে যুবক নিখোঁজ

সিরাজগঞ্জ প্রতিনিধি   

১৪ জুলাই, ২০২০ ১৯:৫৭ | পড়া যাবে ১ মিনিটে'খেয়া নৌকা' থেকে পড়ে যুবক নিখোঁজ

খেয়া পারাপারের সময় সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীতে পড়ে মোতালেব হোসেন (৩০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ মোতালেব নলকা ইউনিয়নের চরফরিদপুর গ্রামের লালচাঁন মিয়ার ছেলে। মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ উপজেলার  হাটিকুমরুল ইউনিয়নের জিআর কলেজ নৌকাঘাটে এ দুর্ঘটনা ঘটে। 

রায়গঞ্জের দমকল বাহিনীর সহকারী স্টেশন লিডার সেরাজুল ইসলাম জানান, হাফিজ, সাইফুল, সুজন ও মোতালেব নামের ৪ জন দড়ি টানা নৌকায় নদী পার হচ্ছিলেন। এমন সময় নৌকার হালের সঙ্গে দড়ি আটকে নৌকাটি মাঝনদী বরাবর থেমে যায়। দড়ি ছাড়াতে গিয়ে ফুলঝোড় নদীতে পড়ে যান তিনি। সাঁতার না জানায় ডুবে যান মোতালেব। আমাদের ব্যবস্থা না থাকায় তাকে খোঁজাখুঁজির জন্য রাজশাহীর ডুবুরিদের খবর দেওয়া হয়েছে। 

মন্তব্যসাতদিনের সেরা