kalerkantho

শুক্রবার । ৩০ শ্রাবণ ১৪২৭। ১৪ আগস্ট ২০২০ । ২৩ জিলহজ ১৪৪১

দায়িত্ব নিলেন আমিরাতে নবনিযুক্ত রাষ্ট্রদূত আবু জাফর

আমিরাত প্রতিনিধি   

১৩ জুলাই, ২০২০ ২০:১৫ | পড়া যাবে ১ মিনিটেদায়িত্ব নিলেন আমিরাতে নবনিযুক্ত রাষ্ট্রদূত আবু জাফর

পেশাদার কূটনীতিক মোহাম্মদ আবু জাফর গতকাল রবিবার (১২ জুলাই) সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বভার গ্রহণ করেছেন। ইতিপূর্বে তিনি অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত, (হাংগেরি এবং স্লোভেনিয়ার সমবর্তী দায়িত্বসহ) এবং ভিয়েনায় অবস্থিত জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাষ্ট্রদূত জাফর বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার বিদ্যমান ভাতৃসুলভ সম্পর্ককে আরো গতিশীল ও জোরদারকরণ এবং দূতাবাসের কন্সুলার ও কল্যাণ সেবাসমূহ প্রবাসী বাংলাদেশিদের কাছে অধিকতর সহজলভ্য ও প্রবাসীবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন। এক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। আগে তিনি সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইতে বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে গেছেন।

মন্তব্যসাতদিনের সেরা