kalerkantho

শুক্রবার। ২৬ আষাঢ় ১৪২৭। ১০ জুলাই ২০২০। ১৮ জিলকদ ১৪৪১

লেবাননে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

২৯ জুন, ২০২০ ০৫:২৫ | পড়া যাবে ১ মিনিটেলেবাননে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

নিহত মো. জনি

লেবাননের জুনি জেলার প্রধান সড়কের জালা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মো. জনি নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত শনিবার (২৭ জুন) রাতে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, জনির বাড়ি কুমিল্লা সদর থানার উলচর এলাকায়। তার বাবার নাম খোকন মিয়া। ৬ বছর আগে একটি ক্লিনিং কম্পানির ভিসায় লেবানন আসেন তিনি। 

আশরাফিয়ে এলাকায় ছোট একটি রুমে থাকতেন। গত শনিবার রাতে জুনি শহরের প্রধান সড়ক থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

পুলিশের ধারণা, রাতে সড়ক দুর্ঘটনায় নিহতের পর জনির মরদেহ অন্ধকারে পড়ে ছিল। যেহেতু এটি ব্যস্ততম একটি সড়ক, এ কারণে মরদেহের ওপর দিয়ে অন্যান্য যানবাহন দ্রুতগতিতে চলাচল করায় ক্ষতবিক্ষত হয়ে যায় তার দেহ।

মন্তব্যসাতদিনের সেরা