kalerkantho

সোমবার । ২২ আষাঢ় ১৪২৭। ৬ জুলাই ২০২০। ১৪ জিলকদ  ১৪৪১

করোনায় বাংলাদেশিদের পাশে আমিরাতের ‌'তাফ-হিম' সেন্টার

এম আবদুল মান্নান, আমিরাত প্রতিনিধি   

১২ এপ্রিল, ২০২০ ০৫:১৪ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় বাংলাদেশিদের পাশে আমিরাতের ‌'তাফ-হিম' সেন্টার

সংযুক্ত আরব আমিরাতের শেখ পরিবারের অন্যতম প্রতিষ্ঠান 'তাফ-হিম' সেন্টারের চেয়ারম্যান শেখ সাইদ বিন হাশের আল মাকতুম করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আমিরাতে কর্মরত অভাবী বাংলাদেশিদের পাশে দাঁড়িয়েছেন।

শেখ সাইদ বিন হাশের আল মাকতুমের পৃষ্ঠপোষকতায় খাদ্যদ্রব্য, টেলিফোন ভাউচার, প্রত্যাবাসন খরচ, স্বাস্থ্যকর বাক্স, মাস্ক, গ্লাভস ও স্যানিটাইজারসহ বিপুল পরিমাণ সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন।

আমিরাতের 'তাফ-হিম' সেন্টারটি মূলত : স্বল্প ব্যয়ে দক্ষ শ্রমিকদের নিয়ন্ত্রিত ব্যবস্থাপনায় আমিরাতে নিয়ে আসার একটি প্রতিষ্ঠান।

করোনাভাইরাসের কারণে অভাবগ্রস্ত বাংলাদেশি প্রবাসীদের প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা  করার জন্য এই প্রতিষ্ঠানটি বেশ কয়েকদিন ধরে আমিরাতের বিভিন্ন জায়গায় প্রবাসীদের সাহায্য সহযোগীতার কাজ করে যাচ্ছেন।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান মনে করেন, এটি এমন একটি সময় যেখানে আমরা আমাদের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে সকলেই একত্রে কাজ করে যাচ্ছি। এখন একে অপরের খবর নেওয়ার, সহযোগিতা করার, ভাগাভাগি করে এক হয়ে যুক্ত হওয়ার সময়'। তিনি সকলকে নিরাপদে থাকতে ঘরে থাকার আহবান জানান।

মন্তব্যসাতদিনের সেরা