kalerkantho

বৃহস্পতিবার । ২১ শ্রাবণ ১৪২৮। ৫ আগস্ট ২০২১। ২৫ জিলহজ ১৪৪২

করোনা সতর্কতায় আমিরাতে শপিং মলসহ বাণিজ্যিক কেন্দ্র বন্ধের ঘোষণা

এম আবদুল মান্নান, আমিরাত প্রতিনিধি   

২৩ মার্চ, ২০২০ ১১:০৩ | পড়া যাবে ১ মিনিটেকরোনা সতর্কতায় আমিরাতে শপিং মলসহ বাণিজ্যিক কেন্দ্র বন্ধের ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতে পরবর্তী ৪৮ ঘণ্টা থেকে শপিংমলসহ সবধরনের বাণিজ্যিক কেন্দ্রগুলো দুই সপ্তাহের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে আমিরাত সরকার।

এ সময় ফার্মেসি, মুদি দোকান, সুপার মার্কেট, তাজা মাছ ও সবজির দোকান খোলা থাকবে। রেস্টুরেন্টের ভেতর বসে খাওয়া চলবে না তবে হোম ডেলিভারি চলবে।

উল্লেখ্য পরিস্থিতি পর্যালোচনা এবং পর্যবেক্ষণ সাপেক্ষে এই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।

ইতিমধ্যে আমিরাত সরকার করোনা ভাইরাস বিস্তার রোধে স্কুল কলেজসহ যাবতীয় শিক্ষা প্রতিস্টান, মসজিদসহ সব উপসনালয়গুলো, পার্ক, ক্লাব, বীচ, হেলথ সেন্টার, সিনেমাসহ যাবতীয় গনজমায়েত কেন্দ্রগুলো বন্ধ করে দিয়েছে।

 সাতদিনের সেরা