kalerkantho

রবিবার। ১৮ আগস্ট ২০১৯। ৩ ভাদ্র ১৪২৬। ১৬ জিলহজ ১৪৪০

বঙ্গবন্ধুর জন্মদিনে দূতাবাসের আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠান

জাকির হোসেন সুমন    

১৯ মার্চ, ২০১৯ ১২:৩৩ | পড়া যাবে ১ মিনিটেবঙ্গবন্ধুর জন্মদিনে দূতাবাসের আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিনে জাতির পিতাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছে প্রবাসী বাংলাদেশিরা। এই মহান নেতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস, ইতালি আয়োজিত বর্ণাঢ্য জন্মদিনে শিশুরা বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক উপস্থিত বক্তব্য, আবৃত্তি ও খেলায় অংশগ্রহণ করে।

আলোচনা অনুষ্ঠানে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স সিকদার মো. আশরাফুর রহমান বলেন, বঙ্গবন্ধুর আদর্শে আমাদের প্রজন্মকে গড়ে তুলতে হবে, আজকের শিশুরাই আগামী দিনে দেশে-বিদেশে নেতৃত্ব দেবে। 

এ ছাড়াও আলোচনাসভায় কে এম লোকমান হোসেন, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সহসভাপতি জসিম উদ্দিনসহ আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

পরে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও উপস্থিত নেতৃবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরস্কার প্রদান করেন।

মন্তব্যসাতদিনের সেরা