kalerkantho

সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১     

তুরস্কের সামসুনে 'মিট বাংলাদেশ'

কালের কণ্ঠ অনলাইন   

৯ মার্চ, ২০১৯ ১১:৫৯ | পড়া যাবে ২ মিনিটেতুরস্কের সামসুনে 'মিট বাংলাদেশ'

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকীর নেতৃত্বে বাংলাদেশ দূতাবাসের একটি প্রতিনিধিদল তুরস্কের কৃষ্ণসাগরীয় শহর সামসুনে ৫-৬ই মার্চ দুই দিনব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণ করে। গত ৫ মার্চ সকালে সামসুন শহরে অবস্থিত তুরস্কের অন্যতম বৃহৎ ওন্দোকুজ মেইস বিশ্ববিদ্যালয়ে দূতাবাস প্রতিনিধিদলের উপস্থিতিতে ‘মিট বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানটি হয়।

তুরস্কের আঙ্কারা থেকে বাংলাদেশ দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওন্দোকুজ মেইস বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্ররা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান সবুজ আহমেদ বাংলাদেশ এবং বাংলাদেশ-তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্কের ওপরে পাওয়ার পয়েন্টের মাধ্যমে সামগ্রিক উপস্থাপনা করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেক্টর অধ্যাপক ড. মেহেমেত কুরান বক্তৃতা করেন। বাংলাদেশের ওপর নির্মিত চারটি প্রামাণ্যচিত্র এ অনুষ্ঠানে প্রদর্শিত হয়। উক্ত অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দেশি-বিদেশি ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বাংলাদেশি সংস্কৃতির প্রতিফলন ঘটিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সবশেষে বাংলাদেশের ঐতিহ্যবাহী রকমারী সুস্বাদু পিঠা পরিবেশন করা হয়। অনুষ্ঠানে চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

দ্বিতীয়ভাগের অনুষ্ঠানে রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী সামসুন প্রদেশের গর্ভনর ওসমান কায়মাক এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। রাষ্ট্রদূত গর্ভনরকে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, অর্থনীতি এবং বাংলাদেশ- তুরস্কের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে অবহিত করেন। প্রায় দেড় ঘন্টাব্যাপী চলা এই আলোচনায় দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করাসহ সামসুন প্রদেশের সাথে বাংলাদেশের যোগাযোগ সুনিবিড় করার উপায় নিয়েও আলোচনা হয়। আলোচনা শেষে রাষ্ট্রদূত সামসুনের গর্ভনরকে বাংলাদেশ দূতাবাস কর্তৃক তুর্কী ভাষায় অনূদিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি উপহার দেন।

মন্তব্যসাতদিনের সেরা