kalerkantho

রবিবার। ৫ আশ্বিন ১৪২৭ । ২০ সেপ্টেম্বর ২০২০। ২ সফর ১৪৪২

কুয়ালালামপুরে শহীদ মিনারে সাংবাদিকদের শ্রদ্ধা

রফিক আহমদ খান, মালয়েশিয়া থেকে    

২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ১০:৩৬ | পড়া যাবে ১ মিনিটেকুয়ালালামপুরে শহীদ মিনারে সাংবাদিকদের শ্রদ্ধা

মহান একুশের ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মালয়েশিয়াপ্রবাসী সাংবাদিকেরা। আজ সকালে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দেন প্রবাসী সাংবাদিকদের সংগঠন 'বাংলাদেশ কমিনিউটি প্রেস ক্লাব মালয়েশিয়া'র নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ্য সাংবাদিক গৌতম রায়, আমিনুল ইসলাম রতন, আরটিভি মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু, বাংলাদেশ কমিনিউটি প্রেস ক্লাব মালয়েশিয়ার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রফিক আহমদ খান, এনটিভি মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নান, সময় টিভি মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আবদুল কাদের, শাহাদাত হোসেন, শওকত হোসেন জনি, শাহাবউদ্দিন আহমেদ প্রমুখ।

পরে সাংবাদিকেরা বাংলাদেশ হাইকমিশন আয়োজিত একুশের আলোচনাসভায় অংশ নেন।

পৃথক এক বিবৃতিতে বাংলাদেশ কমিনিউটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সদস্যরা ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তাঁরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও নিহতদের আত্মার শান্তি কামনা করেন।

মন্তব্যসাতদিনের সেরা