kalerkantho

সোমবার । ২১ অক্টোবর ২০১৯। ৫ কাতির্ক ১৪২৬। ২১ সফর ১৪৪১       

দুবাইতে বাড়ি কিনলে ভিসাসহ তিনবছরের ট্রেড লাইসেন্স ফ্রি

আমিরাত প্রতিনিধি   

২৫ জানুয়ারি, ২০১৯ ১৫:১৪ | পড়া যাবে ১ মিনিটেদুবাইতে বাড়ি কিনলে ভিসাসহ তিনবছরের ট্রেড লাইসেন্স ফ্রি

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে এখন একটি বাড়ি কিনলে এবং এটির সাথে বিনামূল্যে একটি বাণিজ্য লাইসেন্স পাওয়া যাচ্ছে।

দুবাই মাল্টি কমোডিটিস সেন্টারের সাথে অংশীদারিতে প্রপার্টি জায়েন্ট ইমার দুবাই হিলস এস্টেটে একটি র্নির্মিয়মান ভবনে ১৮৪টি ইউনিটে  এ সুযোগ চালু করেছে। যারা অ্যাপার্টমেন্ট এক্সিকিউটিভ রেসিডেনেসে ২0% অ্যাপার্টমেন্ট মূল্য পরিশোধ করবেন তাদের বিনামূল্যে তিন বছরের নবায়নযোগ্য ব্যবসায়িক লাইসেন্স ১৩০,০০০ দিরহাম মূল্যের তিন বছরের নবায়নযোগ্য পারিবারিক বাসস্থান ভিসা এবং ১০০ শতাংশ ব্যবসায়িক মালিকানা পাবেন।  

এছাড়াও  এ ঘরের মালিক প্রতিটি বাণিজ্য লাইসেন্সের সঙ্গে একটি কর্মী ভিসার জন্য আবেদন করতে পাররেন।

মন্তব্যসাতদিনের সেরা