kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১              

ইতালিতে মহিলা সংস্থার পিঠা উৎসব

জাকির হোসেন সুমন, ইতালি থেকে    

৬ জানুয়ারি, ২০১৯ ১২:২০ | পড়া যাবে ১ মিনিটেইতালিতে মহিলা সংস্থার পিঠা উৎসব

বাংলাদেশের উৎসব-আনন্দের সাথে মিশে আছে রকমারি পিঠার স্বাদ। সুদূর প্রবাসে এসেও দেশীয় ঐতিহ্যের নানান স্বাদের পিঠা নিয়ে ইতালির রোমে সচেতন নারীদের সংগঠন 'মহিলা সংস্থা, ইতালি' পিঠা উৎসবের আয়োজনে করেছে।

রসই রেস্টুরেন্টে এ উৎসবে শোভা পাচ্ছিল ভাপা পিঠা, চিতই, পুলি, পাটিসাপটা, নারিকেলের পুর দেওয়া আরো নানা ধরনের লোভনীয় পিঠা।

'মহিলা সংস্থা, ইতালি'র সভাপতি শান্তা সিকদার এর সভাপতিত্বে ও সৈয়দা মাসুদা আক্তার এর সঞ্চালনায় অতিথিবৃন্দ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি, ইতালির সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী বাচ্চু, জালালাবাদ অ্যাসোসিয়েন ইতালির সভাপতি অলিউদ্দিন শামীম, বিশিষ্ট সাংবাদিক হাসান মাহমুদ, বৃহত্তর ঢাকা সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুরুল মঞ্জুসহ বিভিন্ন নারী সংগঠনের নেত্রীবৃন্দ।

এ সময় তারা উপস্থিত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্যসাতদিনের সেরা