kalerkantho

মঙ্গলবার । ১৫ অক্টোবর ২০১৯। ৩০ আশ্বিন ১৪২৬। ১৫ সফর ১৪৪১       

সিন্ডিকেট প্রথা বাতিল, স্বস্তির নিঃশ্বাস মালয়েশিয়া শ্রমবাজারে

কালের কণ্ঠ অনলাইন   

২৫ সেপ্টেম্বর, ২০১৮ ২৩:১২ | পড়া যাবে ২ মিনিটেসিন্ডিকেট প্রথা বাতিল, স্বস্তির নিঃশ্বাস মালয়েশিয়া শ্রমবাজারে

সব রিক্রুটিং অ্যাজেন্সির জন্য উন্মুক্ত হলো মালয়েশিয়া শ্রমবাজার। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর সিন্ডিকেট প্রথা বাতিল করে স্বাভাবিক নিয়মেই রিক্রুটিং অ্যাজেন্সির মাধ্যমেই শ্রমিক পাঠাবে বাংলাদেশ।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলামের নেতৃত্বে মালয়েশিয়া সফররত বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে আজ মঙ্গলবার দেশটির মন্ত্রণালয় পর্যায়ের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের দু'দফা বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর।

তিনি বলেন, সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে জি টু জি প্লাস পদ্ধতিতে বৈধ সব রিক্রুটিং অ্যাজেন্সির মাধ্যমে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়াও কলিং ভিসায় কর্মী নিয়োগের বিষয়েও ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয় এবং এ প্রক্রিয়ায় মালয়েশিয়া গমন ইচ্ছুক অপেক্ষমাণ কর্মীদের পথ উন্মুক্ত থাকবে। এছাড়াও মালয়েশিয়ায় অবস্থানরত অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের বিষয়েও মালয়েশিয়া সরকার ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে তিনি জানান।

জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভায় বাংলাদেশের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সেলিম রেজা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কর্মসংস্থান) আহমেদ মুনিরুছ সালেহীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. দেলোয়ার হোসেন, একই মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শাহীন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. মোশাররফ হোসেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব সানজিদা শারমিন।

সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মালয়েশিয়াস্থ বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ শহীদুল ইসলাম। এছাড়াও সভায় কাউন্সেলর (শ্রম) মো. সায়েদুল ইসলাম (অতিরিক্ত সচিব) উপস্থিত ছিলেন।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগের প্রক্রিয়াটিকে আরও সহজ ও বেগবান করার লক্ষ্যে গঠিত দু’দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম সভা ২৫ সেপ্টেম্বর  স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত হয়।

 

মন্তব্যসাতদিনের সেরা