kalerkantho

বুধবার । ২১ আগস্ট ২০১৯। ৬ ভাদ্র ১৪২৬। ১৯ জিলহজ ১৪৪০

বাংলাদেশে নিরাপদ সড়কের দাবিতে যুক্তরাষ্ট্রে সমাবেশ

বিশেষ প্রতিনিধি, যুক্তরাষ্ট্র   

১৪ আগস্ট, ২০১৮ ০৫:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশে নিরাপদ সড়কের দাবিতে যুক্তরাষ্ট্রে সমাবেশ

বাংলাদেশের সড়ক যোগাযোগ নিরাপদ করার দাবিতে যুক্তরাষ্ট্রে সমাবেশ ও মানববন্ধন হয়েছে। গত শনিবার নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রের একাধিক শহরে এ কর্মসূচি পালিত হয়। এ সময় আন্দোলকারীদের হাতে নানা স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ছিল।

ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলের সামনে সমাবেশ করে মেট্রো ওয়াশিংটন প্রবাসী তরুণরা। সেখানে বক্তারা বলেন, তাঁরা কারো বিরুদ্ধে আন্দোলন করছেন না। তাঁরা সমবেত হয়েছেন ন্যায়সংগত এক দাবি নিয়ে। বাংলাদেশে আর একটি প্রাণও যেন অকালে না ঝরে যায়, তার জন্য নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

এদিকে নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসের সামনে নিরাপদ সড়কের দাবি নিয়ে শিক্ষার্থীরা সমাবেশ করে। সেখানে তারা নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবি লেখা প্ল্যাকার্ড নিয়ে হাজির হয়। 

এদিকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও কনস্যুলেট ভবনের সামনে অবস্থান নেয়। আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেন, নিরাপদ সড়কের নামে বিএনপি-জামায়াতের কর্মীরা কনস্যুলেট ভবনে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছিল। সেটা প্রতিহত করতেই তাঁরা সেখানে অবস্থান নিয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা