kalerkantho

বৃহস্পতিবার । ২৭ জুন ২০১৯। ১৩ আষাঢ় ১৪২৬। ২৩ শাওয়াল ১৪৪০

পররাষ্ট্রমন্ত্রী বললেন

বাংলাদেশের জন্য অনিষ্টকর কিছু ভারত করবে না

কূটনৈতিক প্রতিবেদক   

২৫ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমোদির সরকারের আমলে ভারত বাংলাদেশের জন্য অনিষ্টকর কোনো কিছু করবে না বলেই মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ভারতে কথিত অবৈধ অভিবাসীদের ব্যাপারে সে দেশের নতুন সরকারের সম্ভাব্য নীতির বিষয়ে বিবিসি বাংলার এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. মোমেন বলেন, ‘বন্ধুত্ব থাকলে কখনো বন্ধু অপর বন্ধুর অনিষ্ট করে না। ভারত সরকার আমাদের বন্ধু। আমাদের কোনো অনিষ্ট করবে বলে মনে করি না।’

ভারতে নাগরিকত্ব যাচাই-বাছাইয়ের কাজটিকে ওই দেশের ‘অভ্যন্তরীণ বিষয়’ বলেই মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরো বলেন, বিষয়টি নিয়ে এখনো বাংলাদেশের চিন্তার কোনো কারণ নেই।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেখা যাক কী ইস্যু হয়, আমরা হাওয়ার মধ্যে কোনো বক্তব্য দিতে চাই না। যদি কোনো সিরিয়াস ইস্যু হয়, তখন আমরা এ নিয়ে আলাপ করব।’

মন্তব্যসাতদিনের সেরা