kalerkantho

মঙ্গলবার । ২৫ জুন ২০১৯। ১১ আষাঢ় ১৪২৬। ২২ শাওয়াল ১৪৪০

বজ্রপাতে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় চারজন নিহত

হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   

২৫ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবজ পাতে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় চারজন নিহত ও দুজন আহত হয়েছে। গতকাল শুক্রবার এ দুই জেলার বিভিন্ন স্থানে এসব হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গুজাখাইড় গ্রামের কৃষক সিজিল মিয়া (৪৫), চুনারুঘাট উপজেলার আমু চা বাগানের শ্রমিক সীমা উড়াও (১৮), মাধবপুর উপজেলার চানকাবুল্লা গ্রামের কৃষি শ্রমিক ফয়সল মিয়া (৩৭) এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাঁতমণ্ডল গ্রামের ইমাম মো. রাফি উদ্দিন (৩২)।

গতকাল সকালে বৃষ্টির সময় বাড়ির পাশের হাওরে মাছ ধরতে যান নবীগঞ্জের কৃষক সিজিল মিয়া। এ সময় বজ পাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। একই সময়ে বাড়ির পাশে ধান কাটতে যায় চা শ্রমিক সীমা। কাজ শেষে বাড়ি ফেরার পথে পুলপার এলাকায় পৌঁছালে বজ পাত হয়। এতে ঘটনাস্থলেই সীমার মৃত্যু হয়। গতকাল দুপুরে মাধবপুর উপজেলার চানকাবুল্লা গ্রামে কয়েকজন ধান কাটছিল। একপর্যায়ে বজ পাত হলে ফয়সল মিয়া (৩৭) নামের এক শ্রমিক নিহত হন। এ সময় আহত হয় সহকর্মী খোকন মিয়া ও কালা সামাছু মিয়া। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাঁতমণ্ডল গ্রামে জমিতে কাজ করার সময় গতকাল মো. রাফি উদ্দিন (৩২) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি ওই গ্রামের মসজিদে ইমামতি করতেন। নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা