kalerkantho

বৃহস্পতিবার । ২৭ জুন ২০১৯। ১৩ আষাঢ় ১৪২৬। ২৩ শাওয়াল ১৪৪০

সাপে কাটা রোগীকে প্রথম অ্যান্টিভেনম প্রয়োগ সফল

রাজবাড়ী প্রতিনিধি   

২৫ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেরাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে সাপে কাটা রোগীকে অ্যান্টিভেনম প্রয়োগ করে (সাপে কাটা রোগীর বিশেষ টিকা) সফল হয়েছেন মেডিক্যাল অফিসার ডা. অচিন্ত কুমার দাস ও উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা. বিদ্যুৎ কুমার কুণ্ডু।

গত বুধবার উপজেলার বহরপুর ইউনিয়নের নতুনচর গ্রামের আ. আলীমের ছেলে আব্দুল আউয়ালকে (২৭) বিষধর সাপ ছোবল দেয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসকরা রোগীকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দিয়ে সুস্থ করে তোলেন। গতকাল শুক্রবার হাসপাতাল থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

ডা. অচিন্ত কুমার দাস বলেন, ‘আব্দুল আউয়ালকে সুস্থ করা চ্যালেঞ্জ ছিল। কারণ চিকিৎসাপরবর্তী আইসিইউ ব্যবস্থা, অবেদনকারী ডাক্তারসহ যে ধরনের সাপোর্ট প্রয়োজন হয় তা আমাদের ছিল না। ওই সময় আমরা সাধ্যমতো চিকিৎসাসেবা তাকে দিয়েছি। এই প্রথম এই হাসপাতালে কোনো সাপে কাটা রোগীকে অ্যান্টিভেনম দিয়ে সুস্থ করা হয়েছে। তবে রোগীর স্বজনদের আন্তরিকতার কারণে এই ঝুঁকি নিতে পেরেছি আমরা। তাদের সাহস ও সহযোগিতা আমাদের উৎসাহ জুগিয়েছে।’

স্বাস্থ্য কমপ্লেক্সের রেসিডেনশিয়াল মেডিক্যাল অফিসার ডা. মো. ফারুক হোসেন বলেন, ‘২০১৭ সালের শেষের দিকে এই হাসপাতালে অ্যান্টিভেনম ইনজেকশন পাঠানো হয়। এরপর সাপে কাটা তিন-চারজন রোগী হাসপাতালে এলেও আমাদের ওপর ভরসা রাখতে না পারায় অ্যান্টিভেনম ব্যবহার করা সম্ভব হয়নি।’

মন্তব্যসাতদিনের সেরা