kalerkantho

সোমবার । ২৪ জুন ২০১৯। ১০ আষাঢ় ১৪২৬। ২০ শাওয়াল ১৪৪০

নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালে নানা আয়োজন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি   

২৫ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনজরুল জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালে নানা আয়োজন

নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে চলছে উৎসবের প্রস্তুতি। ছবিটি গতকাল নজরুল একাডেমি থেকে তোলা। ছবি : কালের কণ্ঠ

নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে কবির স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিন দিনব্যাপী উৎসব উপলক্ষে নতুন করে সেজেছে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, কাজীর শিমলা গ্রামের দারোগা রফিজ উল্লাহর বাড়ি, নামাপাড়ার বিচুতিয়া বেপারীবাড়ি, বটতলা ও দরিরামপুর একাডেমি মাঠ।

আজ শনিবার একাডেমি মাঠের নজরুল মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। জন্মজয়ন্তী উপলক্ষে এবার দরিরামপুর একাডেমি মাঠ ছাড়াও মেলা বসবে নজরুল ডিগ্রি কলেজ মাঠে। মেলায় থাকবে শতাধিক স্টল ও নাগরদোলা। এ ছাড়া একাডেমি মাঠে বরাবরের মতো রয়েছে বইমেলা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকির বলেন, ‘নজরুল জন্মজয়ন্তী এখানকার মানুষের কাছে একটি উৎসব। প্রতিবছর এই উৎসব ঘিরে নানা আয়োজন হয়ে থাকে।’

মন্তব্য