kalerkantho

বুধবার । ২৬ জুন ২০১৯। ১২ আষাঢ় ১৪২৬। ২৩ শাওয়াল ১৪৪০

পানিতে ডুবে ছাত্রের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

২৪ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদীতে ডুবে এক মাদরাসাছাত্র মারা গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নদীর পূর্ব পারে কাঠপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। 

আজহারুল ইসলাম (১৫) নামের ওই ছাত্র রাজধানীর গোলাপবাগ এলাকার আব্দুস সোবহানের ছেলে। সে কাছিমুল আল ইসলামিয়া গোলাপবাগ মাদরাসার দশম শ্রেণির ছাত্র ছিল।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, গতকাল দুপুর ১টার দিকে কাঠপট্টি এলাকায় শীতলক্ষ্যা নদীতে নোঙর করে রাখা জাহাজ থেকে তিন বন্ধু নদীতে লাফ দেয়। ওই সময় দুই বন্ধু সাঁতরে তীরে উঠতে পারলেও আজহারুল নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা বিকেল ৪টায় নদী থেকে তার লাশ উদ্ধার করে। 

মন্তব্যসাতদিনের সেরা