kalerkantho

মঙ্গলবার । ২৫ জুন ২০১৯। ১১ আষাঢ় ১৪২৬। ২২ শাওয়াল ১৪৪০

মেঘনাতীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ বিআইডাব্লিউটিএর

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

২২ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার এলাকায় মেঘনা নদীর তীরে আল মোস্তফা গ্রুপের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)। গতকাল মঙ্গলবার এ অভিযান চালানো হয়।

বিআইডাব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন বিআইডাব্লিউটিএর চেয়ারম্যান কমোডর মাহাবুব-উল-ইসলাম, নারায়ণগঞ্জ বিআইডাব্লিউটিএর যুগ্ম পরিচালক গুলজার হোসেন, ঊর্ধ্বতন পরিচালক শহিদুল্লাহ প্রমুখ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান, মেঘনা নদীতীরে অবৈধভাবে গড়ে ওঠা আল মোস্তফা গ্রুপের বহুতল ভবনসহ নদী দখল করে নির্মিত সীমানা প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া নদী ভরাট করে যেখানে বালু রাখা হয়েছে সে অংশ এক্সক্যাভেটর খনন করে নদী দখলমুক্ত করা হয়েছে। নদী দখল করে নির্মিত সব স্থাপনা ও প্রাচীর ভেঙে দেওয়া হবে।

মন্তব্যসাতদিনের সেরা