kalerkantho

মঙ্গলবার । ২৫ জুন ২০১৯। ১১ আষাঢ় ১৪২৬। ২২ শাওয়াল ১৪৪০

আগের বিজ্ঞপ্তি স্পষ্ট করল সুপ্রিম কোর্ট প্রশাসন

নিজস্ব প্রতিবেদক   

২২ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিচারাধীন মামলার বিষয়ে সংবাদ প্রচার ও প্রকাশ বিষয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এতে বলা হয়েছে, আদালতের ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ন হয় এবং বিচারকার্য প্রভাবিত হয়—এমন সংবাদ পরিবেশন ও প্রচার প্রত্যাশিত নয়। গতকাল মঙ্গলবার এ বিজ্ঞপ্তি জারি করা হয়।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেনের স্বাক্ষরে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিচারাধীন মামলার সংবাদ প্রচার ও প্রকাশ বিষয়ে এর আগে সুপ্রিম কোর্ট প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তি স্পষ্ট করতে নতুন এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সুপ্রিম কোর্ট সব সময় সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী।

আদালতের ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ন হয় এবং বিচারকার্য প্রভাবিত হয়—এমন সংবাদ পরিবেশন ও প্রচার প্রত্যাশিত নয়। এ অবস্থায় গত ১৬ মে জারি করা ২৪৭/২০১৯ নম্বর বিজ্ঞপ্তিটি স্পষ্ট করা হলো এবং বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হলো।’

বিচারাধীন মামলার বিষয়ে সংবাদ প্রচার ও প্রকাশ করা থেকে বিরত থাকতে গত ১৬ মে সুপ্রিম কোর্ট প্রশাসন একটি বিজ্ঞপ্তি জারি করে।

মন্তব্যসাতদিনের সেরা