kalerkantho

মঙ্গলবার । ২৫ জুন ২০১৯। ১১ আষাঢ় ১৪২৬। ২২ শাওয়াল ১৪৪০

অনিয়মের অভিযোগ

বাকৃবিতে নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

১৯ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের লিখিত পরীক্ষায় নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দুপুরে এ নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত শুক্রবার ও গতকাল দুই দফায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষার জন্য খুব কম সময় হাতে রেখে ইন্টারভিউ কার্ড দেওয়া হয়েছে। এ ছাড়া কার্ড দেওয়ার ক্ষেত্রে স্থানীয়দের ইচ্ছা করে বাদ দেওয়া হয়েছে। উপাচার্য ছাত্রলীগের কয়েকজন নেতা ও কিছু কর্মচারীকে নিয়ে সিন্ডিকেট করে এ নিয়োগ সম্পন্ন করছেন বলে অভিযোগ করা হয় লিখিত বক্তব্যে।

 

মন্তব্যসাতদিনের সেরা