kalerkantho

বৃহস্পতিবার । ২০ জুন ২০১৯। ৬ আষাঢ় ১৪২৬। ১৬ শাওয়াল ১৪৪০

মতবিনিময়সভায় বক্তারা

শ্রমিক সংগঠনে নারী নেতৃত্ব বিকাশে কৌশল গ্রহণের আহ্বান

নিজস্ব প্রতিবেদক   

১৯ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেশ্রমিক নেতারা বলেছেন, তৈরি পোশাক শিল্পের মতো নারীর শ্রমঘন শিল্পের ট্রেড ইউনিয়ন ও শ্রমিক সংগঠনগুলোতে নারী নেতৃত্ব বিকাশে উপযুক্ত কৌশল গ্রহণ করতে হবে। এ জন্য শ্রমিক সংগঠনগুলোকেই কার্যকর উদ্যোগ নিতে হবে।

গতকাল শনিবার রাজধানীর মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট মিলনায়তনে ‘ট্রেড ইউনিয়ন ও শ্রমিক সংগঠনে নারীর কাজ করার বাধা’ শীর্ষক গবেষণা প্রতিবেদন নিয়ে বাংলাদেশ শ্রম ইনস্টিটিউট (বাশি) আয়োজিত মতবিনিময়সভায় বক্তারা এসব কথা বলেন।

সংস্থাটির ট্রাস্টি বোর্ডের সভাপতি শাহ আতিউল ইসলামের সভাপতিত্বে মতবিনিময়সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক ফারহানা আফরিন তিথি ও গবেষণা প্রতিবেদনের সম্পাদক প্রিসিলা রাজ। আলোচনায় অংশ নেন টিইউসি সভাপতি শহীদুল্লাহ চৌধুরী, অধ্যাপক হারাধন গাঙ্গুলি, সহযোগী অধ্যাপক মাহমুদুল হাসান, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল, শ্রমিক-কর্মচারী ফেডারেশনের জহিরুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের শামীম ইমাম, বাসদ নেতা শম্পা বসু প্রমুখ।

সভায় শ্রমিক নেতা শহীদুল্লাহ চৌধুরী বলেন, আন্দোলন-সংগ্রামে নারীরা সামনের সারিতে থাকলেও সংগঠনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের অবস্থান এখনো গৌণ। পোশাক খাতে নারী শ্রমিকদের সংখ্যা বেশি হলেও তারা নানাভাবে অবহেলার শিকার। শ্রমিক সংগঠনেও তাদের মূল্যায়ন কম। এ অবস্থা কাটাতে সম্মিলিত উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

মন্তব্য