kalerkantho

সোমবার। ১৭ জুন ২০১৯। ৩ আষাঢ় ১৪২৬। ১৩ শাওয়াল ১৪৪০

ভালুকাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৯ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভালুকাকে ভিক্ষুকমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। গতকাল সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার আটটি ইউনিয়নের ১৩৩ ভিক্ষুকের হাতে আয়বর্ধক বিভিন্ন পণ্যসামগ্রী তুলে দেওয়ার পর এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। এর আগে উপজেলার ডাকাতিয়াসহ আরো তিনটি ইউনিয়নের ৮০ জন ভিক্ষুককে পুনর্বাসিত করা হয়।

প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল, ভালুকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ভিক্ষুকদের এ পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। এরই অংশ হিসেবে ভিক্ষুকদের মধ্যে ভ্যান গাড়ি, দুটি করে ছাগল, চায়ের দোকান ও কাপড় বিক্রির সরঞ্জামাদি বিতরণ করা হয়। 

মন্তব্যসাতদিনের সেরা