kalerkantho

বৃহস্পতিবার । ২০ জুন ২০১৯। ৬ আষাঢ় ১৪২৬। ১৬ শাওয়াল ১৪৪০

নান্দাইলে সেই হাতেমের সংবাদ সম্মেলন

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

১৯ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএক কৃষককে বাড়ির কাছ থেকে উঠিয়ে দলীয় কার্যালয়ে নিয়ে মারধরের পর প্রাণনাশের ভয় দেখিয়ে খালি স্ট্যাম্পে সই নেন স্থানীয় আওয়ামী লীগ নেতা হাতেম আলী। গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পাশাপাশি এ ঘটনায় ওই নেতাসহ আটজনের নামে নান্দাইল থানায় মামলা হয়। এতে ওই নেতা ক্ষুব্ধ হয়ে মামলার বাদী ও সাক্ষীদের বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো শুরু করেন। গতকাল শনিবার বিকেলে ওই নেতা নেপথ্যে রেখে নান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে স্থানীয় হেমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় আঙিনায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে নান্দাইল মডেল থানার ওসি কামরুল ইসলামের প্রত্যাহার চেয়ে আওয়ামী লীগের কয়েকজন নেতা বক্তব্য দেন। এ সময় নেতা হাতেম আলীকে দেখা না গেলেও অন্য আসামিদের সংবাদ সম্মেলনের চারপাশে ঘোরাফেরা করতে অনেকেই দেখেছে। ইফতারের পর দলীয় কার্যালয়ে হঠাৎ আগমন ঘটে হাতেম আলীর। তাঁর সঙ্গে ছিলেন অন্য অভিযুক্তরাও। তবে পুলিশ বলছে, দেখামাত্রই হাতেমকে গ্রেপ্তার করা হবে।

মন্তব্য