kalerkantho

শনিবার । ২৫ মে ২০১৯। ১১ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৯ রমজান ১৪৪০

সংবাদ সম্মেলনে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

‘হয় দুর্নীতিবাজ, না হয় আমি থাকব’

নিজস্ব প্রতিবেদক   

২৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনিজ মন্ত্রণালয়ের অধীনস্থ সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীর উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘প্রধানমন্ত্রী দুর্নীতির ওপর জিরো টলারেন্স ঘোষণা করেছেন। দুর্নীতি দূর করতে তিনি সরকার গঠন করেছেন। সেই সরকারের আমি একজন মন্ত্রী। আমার অধীনে কেউ দুর্নীতি করতে পারবে না। হয় দুর্নীতিবাজরা থাকবে, না হয় আমি থাকব।’

গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. রাশিদুল, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আখতার হোসেনসহ সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ‘আমি নিজে ঘুষ খাই না। কমিশন খাই না, কমিশন বাণিজ্যও করি না। আমার অধীনস্থ কোনো কর্মকর্তা-কর্মচারীকেও ঘুষ খেতে দেব না, কমিশন বাণিজ্য ও সিন্ডিকেট করতেও দেব না। সিন্ডিকেট বাণিজ্য বন্ধ। তবে গৃহায়ণ কর্তৃপক্ষ ও রাজউকের বেশ কিছু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আমার কাছে রয়েছে। আমরা সবাইকে একটা সুযোগ দেওয়ার জন্য বলেছি। ভালো হতে হবে। ভালো যদি না হয়, শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সিন্ডিকেট আমি ভাঙবই। যদি এটা আমি করতে না পারি, তাহলে আমি হারিয়ে যাব অথবা যাদের দুর্নীতির কারণে মানুষ ভুগছে তারাই এখান থেকে হারিয়ে যাবে।’ তিনি বলেন, ‘রাজউকে এক হাজারের বেশি ফাইল পাওয়া যাচ্ছিল না। আমরা এরই মধ্যে ৭০০ ফাইল উদ্ধার করেছি।’

মন্তব্য