kalerkantho

শুক্রবার । ২৪ মে ২০১৯। ১০ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৮ রমজান ১৪৪০

বরিশাল বিশ্ববিদ্যালয়

উপাচার্য হটানোর অনশনে অসুস্থ ৮

বরিশাল অফিস   

২৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম ইমামুল হকের পদত্যাগের দাবিতে শুরু হওয়া আমরণ অনশনের দ্বিতীয় দিনে দুই শিক্ষকসহ আটজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে গুরুতর অসুস্থ দুই শিক্ষার্থীকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের আন্দোলনস্থলে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ আন্দোলনের নেতৃত্বদানকারী শিক্ষার্থী লোকমান হোসেন জানান, অনশনে অসুস্থ দুই শিক্ষক হলেন শিক্ষক সমিতির সহসভাপতি কায়ছার আহম্মেদ জয় ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান।  এ ছাড়া অসুস্থ শিক্ষার্থীদের আন্দোলনস্থলে স্যালাইন সরবরাহসহ যাবতীয় চিকিৎসা চলছে।

এদিকে শিক্ষক সমিতির ডাকে সাড়া দিয়ে এ পর্যন্ত ৫০ জন শিক্ষক তাঁদের নিজ নিজ প্রশাসনিক পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে গত ২৬ মার্চ থেকে আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা।

মন্তব্য