kalerkantho

শনিবার । ২৫ মে ২০১৯। ১১ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৯ রমজান ১৪৪০

চীনের প্রেসিডেন্ট ও নৌপ্রধানের সঙ্গে সাক্ষাৎ বাংলাদেশ নৌপ্রধানের

নিজস্ব প্রতিবেদক   

২৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচীনের প্রেসিডেন্ট ও নৌপ্রধানের সঙ্গে সাক্ষাৎ বাংলাদেশ নৌপ্রধানের

চীনের নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল শেন জিনলংয়ের সঙ্গে মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। ছবি : আইএসপিআর

চীনের নৌবাহিনীর ৭০তম বার্ষিকী উদ্‌যাপনের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী দেশটির প্রেসিডেন্ট শি চিনপিং এবং নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল শেন জিনলংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

আইএসপিআর জানায়, গত ২৩ এপ্রিল চীনের কিংডাও শহরে ওই অনুষ্ঠানে আওরঙ্গজেব চৌধুরী চীনের ঊর্ধ্বতন নৌবাহিনী কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং নৌবাহিনীর পারস্পরিক উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

মন্তব্য