kalerkantho

শুক্রবার । ২৪ মে ২০১৯। ১০ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৮ রমজান ১৪৪০

বরিশাল বিশ্ববিদ্যালয়

উপাচার্য না হটলে পদ ছাড়বেন ৪২ শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল   

২৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম ইমামুল হক গদি না ছাড়লে ৪২ শিক্ষক এবার প্রশাসনিক পদ ছাড়ার হুমকি দিয়েছেন। এদিকে একই দাবিতে উপাচার্য বিরোধীরা গতকাল বুধবার থেকে আমরণ অনশন শুরু করেছে। শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মূল ফটকের সামনে এ কর্মসূচি শুরু হয়। 

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, উপাচার্যের পদত্যাগ দাবিতে নতুন এই কর্মসূচি দেওয়া ছাড়া আর উপায় ছিল না। এ কর্মসূচিতে শিক্ষকরাও অংশ নিচ্ছেন। উপাচার্য পদত্যাগের এক দফা দাবিতে শিক্ষার্থীরা গত ২৭ মার্চ থেকে আন্দোলনে রয়েছেন।

এদিকে শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি সকাল থেকেই কর্মচারীরা ক্যাম্পাসে অবস্থান করছেন। তবে অবাঞ্ছিত হওয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের আন্দোলনের শুরু থেকেই ক্যাম্পাসে দেখা যায়নি।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া বলেন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হলের প্রভোস্ট, পরিচালকসহ ৪২ শিক্ষক প্রশাসনিক পদ থেকে পদত্যাগের সম্মতি জানিয়েছেন। উপাচার্য পদত্যাগ না করলে ওই শিক্ষকরা তাঁদের প্রশাসনিক পদ ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন।

মন্তব্য