kalerkantho

বৃহস্পতিবার । ২৩ মে ২০১৯। ৯ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৭ রমজান ১৪৪০

বঙ্গবন্ধুর বোন হামিদা খানম আর নেই

দেখতে গেলেন প্রধানমন্ত্রী

কালের কণ্ঠ ডেস্ক   

২৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবঙ্গবন্ধুর বোন হামিদা খানম আর নেই

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো বোন হামিদা খানম রানুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রী তাঁর ফুফু হামিদা খানমের রাজধানীর লালমাটিয়ার বাসায় যান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান।

গতকাল ভোর সাড়ে ৫টায় লালমাটিয়ার বাসায় মারা যান হামিদা খানম। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

হামিদা খানম রানু বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেনের বোন। তাঁদের বাবা খান সাহেব শেখ মোশাররফ হোসেন ছিলেন বঙ্গবন্ধুর চাচা।

মন্তব্য