kalerkantho

সোমবার । ২০ মে ২০১৯। ৬ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৪ রমজান ১৪৪০

ট্রাকের সঙ্গে ধাক্কা

অভয়নগরে আহত ১২ ট্রেনযাত্রী

অভয়নগর (যশোর) প্রতিনিধি   

২৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযশোরের অভয়নগরে চলন্ত ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কায় ১২ ট্রেনযাত্রী আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রবিবার সন্ধ্যায় উপজেলার নওয়াপাড়া (কলাতলা) মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়েছে। গুরুতর আহত চাঁপাইনবাবগঞ্জের খিতির, তরিকুল, ফিটু, ভোলারহাটের মইনুল হক, রাজশাহীর এনামুল ও আলমকে রাতেই খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ছয়জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গত রবিবার সন্ধায় খুলনাগামী মহানন্দা ট্রেন নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এলে রেললাইন পার হওয়া একটি ট্রাকের পেছনের অংশের সঙ্গে ট্রেনের ইঞ্জিনের ধাক্কা লাগে। এ সময় ট্রেনের ইঞ্জিনের বাইরের অংশে বসে থাকা ১২ যাত্রী ট্রাকের পেছনের অংশের আঘাতে আহত হয়। ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।

মন্তব্য