kalerkantho

বৃহস্পতিবার । ২৩ মে ২০১৯। ৯ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৭ রমজান ১৪৪০

শ্রীলঙ্কায় হামলা

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক, নিন্দা

কালের কণ্ঠ ডেস্ক   

২৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় ইস্টার সানডে পালনকালে একাধিক বিস্ফোরণে বহু হতাহতের ঘটনায় তীব্র নিন্দা এবং গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক বার্তায় তাঁরা এ শোক প্রকাশ করেন।

গত রবিবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি শ্রীলঙ্কার সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

অন্যদিকে শোকবার্তায় প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশের পাশাপাশি বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রধানমন্ত্রীও নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। শ্রীলঙ্কার সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানান তিনি। সূত্র : বাসস।

মন্তব্য