kalerkantho

বুধবার । ২২ মে ২০১৯। ৮ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৬ রমজান ১৪৪০

নজরুলের দাবি খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি

নিজস্ব প্রতিবেদক   

২১ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘আমাদের বক্তব্য স্পষ্ট। কোনো শর্তে নয়, আমরা দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই। সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদ্ধতির কথা বলা হচ্ছে, যেটা আমি উচ্চারণই করতে চাই না। কারণ এসবের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা কখনো এই কথা (প্যারোল) বলিনি।’

গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ২০ দলীয় জোটের শরিক জাতীয় দলের উদ্যোগে জোটনেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে নজরুল ইসলাম খান এ কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, এই জামিন তাঁর প্রাপ্য। তিনি একজন সিনিয়র সিটিজেন, ৭৪ বছর বয়স। তিনি নানা কঠিন রোগে আক্রান্ত।

তিনি বলেন, ‘আমাদের সংসদ সদস্যরা সংসদে যাবেন কি যাবেন না, এটা দলের সিদ্ধান্তের প্রশ্ন। আপাতত তো বলাই হয়েছে, আমরা এই নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছি। তাই আমাদের যে ফল তাও তো প্রত্যাখ্যান করেছি। এ নিয়ে নানা কথা ও বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। আমাদের দলের পক্ষ থেকে তাঁদের (নির্বাচিত সংসদ সদস্য ছয়জন) ডেকে বলে দেওয়া হয়েছে, দলের সিদ্ধান্ত আপনারা মানবেন, মানতে হবে। দলের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আপনারা সংসদে যাবেন না এবং কোনো ব্যাপারে কোনো কথাও বলবেন না।’

জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা আবু

নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, নিপুণ রায় চৌধুরী, সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ।

মন্তব্য