kalerkantho

বুধবার । ২২ মে ২০১৯। ৮ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৬ রমজান ১৪৪০

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদ্‌যাপন

জাতিসংঘে প্রস্তাব আনবে বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক   

২০ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্‌যাপনের জন্য জাতিসংঘে ‘রেজুলেশন’ (প্রস্তাব) আনবে বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির ‘আন্তর্জাতিক কর্মসূচি ও যোগাযোগ উপকমিটি’র প্রথম সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ কথা জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শুক্রবার জানায়, গত বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

কমিটির সদস্যরা বঙ্গবন্ধুকে বিশ্বের দরবারে তুলে ধরার মাধ্যমে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে বিশ্বে আরো সুপরিচিত করার ওপর জোর তাগিদ দেন। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বিশ্বের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে সেমিনার ও কর্মশালা আয়োজন, ‘বঙ্গবন্ধুর ওপর বিশ্বের বিখ্যাত ব্যক্তিদের মন্তব্য এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে পররাষ্ট্রনীতিতে বঙ্গবন্ধুর অবদান’ বিষয়ে গ্রন্থ প্রকাশ, শিশুদের নিয়ে আন্তর্জাতিক স্কাউট জাম্বুরির আয়োজন, বঙ্গবন্ধুর দুটি গ্রন্থ বিদেশি ভাষায় অনুবাদ ও বহুল প্রচার অব্যাহত রাখাসহ বেশ কিছু প্রস্তাব বৈঠকে তুলে ধরা হয়।

বৈঠকে অন্যদের মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কর্নেল (অব.) ফারুক খান, শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী, সাবেক প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির, সাবেক মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, সাবেক পররাষ্ট্রসচিব মহিউদ্দীন আহমেদ, চিত্রশিল্পী হাশেম খান, মফিদুল হক, রেজওয়ানা চৌধুরী বন্যা, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দীন, আবেদ খান, সোহরাব হোসেন এবং বীরপ্রতীক লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ হোসেন জহির উপস্থিত ছিলেন।

মন্তব্য