kalerkantho

বৃহস্পতিবার । ২৩ মে ২০১৯। ৯ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৭ রমজান ১৪৪০

জৈন্তাপুরে অজ্ঞাতপরিচয় শিশুর লাশ উদ্ধার

সিলেট অফিস   

২০ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিলেটের জৈন্তাপুর উপজেলায় অজ্ঞাতপরিচয় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার ফতেহপুর ইউনিয়নের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে ফতেপুর ইউনিয়নের পাখিটিকি এলাকার একটি ফিশারির পুকুরে ভাসমান অবস্থায় ১৬-১৭ মাস বয়সের শিশুর (ছেলে) লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে।

জৈন্তাপুর থানার ওসি খান মো. মাঈনুল জাকির জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হবে।

মন্তব্য