kalerkantho

শুক্রবার । ২৪ মে ২০১৯। ১০ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৮ রমজান ১৪৪০

এনএসইউতে মানবসম্পদ সম্মেলন

‘কর্মসংস্থানের ভিত্তিতে করতে হবে পাঠ্যসূচি’

নিজস্ব প্রতিবেদক   

২০ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেমেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) প্রেসিডেন্ট নিহাদ কবির বলেছেন, ‘বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গার্মেন্ট পণ্য উৎপাদনকারী দেশ। কিন্তু এই খাত নিয়ে পড়ালেখা করানোর জন্য বিশ্ববিদ্যালয়ের অভাব রয়েছে। দেশে কোন কোন খাতে কর্মসংস্থানের সুযোগ রয়েছে, তা চিন্তা করে পাঠ্যসূচি তৈরি করতে হবে।’

গতকাল শুক্রবার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) অষ্টম আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম) এবং এনএসইউ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। এবারের প্রতিপাদ্য ছিল ‘এইচআর লিডারশিপ ফর ইমার্জিং ইকোনমি’। মিডিয়া পার্টনার ছিল ‘কালের কণ্ঠ’।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনএসইউ উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, এশিয়া প্যাসিফিক এইচআর ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট সুমেশ দাশ গুপ্ত ও এনএসইউ উপ-উপাচার্য অধ্যাপক জি ইউ আহসান।

ব্যারিস্টার নিহাদ কবির আরো বলেন, ‘বাংলাদেশে মাথাপিছু আয় বাড়ছে, বিনিয়োগ বাড়ছে। বাড়ছে বাজেটও। আমাদের সামনে আরো বিশাল টার্গেট রয়েছে। এ জন্য হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে যাঁরা কাজ করেন তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। দেশে এখনো অনেক বিদেশি বড় বড় পদে চাকরি করছেন। তাঁরা মিলিয়ন মিলিয়ন ডলার নিয়ে যাচ্ছেন। এসব পদে বাংলাদেশি জনবল নিয়োগ করতে হবে।’

মন্তব্য