kalerkantho

বৃহস্পতিবার । ২৭ জুন ২০১৯। ১৩ আষাঢ় ১৪২৬। ২৩ শাওয়াল ১৪৪০

নবম শ্রেণির প্রশ্নে সানি লিয়ন ও মিয়া খলিফা!

নিজস্ব প্রতিবেদক   

১৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজধানীর একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির প্রশ্নপত্রে নৈর্ব্যক্তিক অংশের চারটি উত্তরের একটিতে পর্ন তারকা সানি লিওন ও মিয়া খলিফার নাম এসেছে, যা  সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা যায়, ঢাকার রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বাংলা প্রথম পত্রের এমসিকিউ অংশের দুটি প্রশ্নের উত্তরে চারটি অপশনের একটিতে দুই পর্ন স্টার সানি লিওন এবং মিয়া খলিফার নাম ব্যবহার করা হয়।

৮ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, ‘আম-আটির-ভেঁপু’ কার রচিত? এই প্রশ্নের সম্ভাব্য চারটি উত্তরের একটি উত্তরে রয়েছে ‘সানি লিওন’। ২১ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী? এই প্রশ্নের সম্ভাব্য যে চারটি উত্তর দেওয়া হয়েছে, এর মধ্যে রয়েছে পর্ন তারকা মিয়া খলিফার নাম! তবে তার নাম লেখা হয়েছে ‘মিয়া কালিফা’।

মন্তব্যসাতদিনের সেরা