kalerkantho

বুধবার । ২৬ জুন ২০১৯। ১২ আষাঢ় ১৪২৬। ২৩ শাওয়াল ১৪৪০

বশেমুরবিপ্রবি

সেই শিক্ষককে তিন দায়িত্ব থেকে অব্যাহতি

গোপালগঞ্জ প্রতিনিধি   

১৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গোপালগঞ্জের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষক আক্কাস আলীকে বিভাগীয় প্রধানের দায়িত্ব থেকে আজীবনের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। ২০২২ সাল পর্যন্ত (আট সেমিস্টারের জন্য) অব্যাহতি দেওয়া হয়েছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকেও।

গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, আক্কাস আলীর বিরুদ্ধে দুই ছাত্রীর তোলা অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিন কালের কণ্ঠকে বলেন, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে শৃঙ্খলা বোর্ডের সভা হয়।

মন্তব্যসাতদিনের সেরা